লটকা গাছ বা সিন্দুর গাছ
লটকা/সিন্দুর গাছ
প্রচলিত নাম : লটকা
ইংরেজী নাম : Annatto Tree
বৈজ্ঞানিক নাম : Bixa orellana Linn.
পরিবার : Bixaceae
পরিচিতি : ছোট আকারের চিরসবুজ গাছ। শাখা শীর্ষ লোমশ ও হালকা বাদামী বর্ণের। পাতা পর্যায়ক্রমিক, কর্ডেট (cordate) ১০২০ সে. মি. লম্বা হয়। ফুল সাদা, লম্বা কাণ্ড থেকে সরাসরি হয়। ফল গোলাকার ক্যাপসুল, হলুদ বাদামী বর্ণের, ২-৪ সে. মি. ব্যাসের হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র জন্মে।
সাধারণ ব্যবহার : ফলের লাল পাল্প রং তৈরী হয় এবং এ রং সুতা, সিল্ক, পনির, বেকারী, মাথার চুলের তেল, চামড়া, জুতার কালিতে ব্যবহৃত হয়। বাকলের আঁশ থেকে রশি তৈরী হয়।