লোহাকাঠ গাছ
প্রচলিত নাম : লোহাকাঠ
ইংরেজী নাম : Iron Wood
বৈজ্ঞানিক নাম : Xylia dolabriformis Benth.
পরিবার : Leguminosae S.E. MimoSoideae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ। ৩৮ মিটার পর্যন্ত উঁচু হয়। বাকলের আঁইশ বিছিন্নভাবে খসে পড়ে। যৌগিকপত্র, পাতার ২টি উপপত্র ও ২-৬ জোড়া পত্রক আছে। পত্রক ৭-১৫ সে. মি. লম্বা হয়। ফুল হালকা হলুদ বর্ণের হয়। ফল পড, ১০-১৫ সে. মি. লম্বা হয়। এবং ৬-১০টি বীজ প্রতি পড়ে থাকে।
বিস্তৃতি : সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রামের বনবাগানে লাগানো গাছ আছে। সিলেটের লাউয়ারছাড়ায় ভাল বাগান আছে।
ফুল ফোটার সময় : মার্চ- এপ্রিল।
বীজ সংগ্রহ : ডিসেম্বর-জানুয়ারী ।
বীজের ওজন : কেজিতে ৫০০০-৫৪০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ খুবই শক্ত, দৃঢ়, টেকসই ও ভারী। কাঠ লালাভ বাদামী বর্ণের হয়। ওজন ৯৯০ কেজি/ঘনমিটার। এ কাঠ চিরানো কষ্টকর। কিন্তু ঘরের খুঁটি, ব্রীজ, গৃহনির্মাণ, রেলওয়ে স্লিপার ও পাইলিং-এর কাজে অতুলনীয়।