অ্যাডেনিয়াম বা মরু গোলাপ গাছে- লাল, মেরুন, গোলাপি, ঘিয়ে, সাদা, হলদে, নীলাভ ইত্যাদি নানা রঙের ফুল ফোটে। বারান্দায় কম যত্নেই এ গাছ প্রাণ উজাড় করে ফুল দেয়।
অলকানন্দা বা অ্যালামন্ডা বা অ্যালামান্ডা বাগানের সৌন্দর্যবর্ধন ছাড়াও এটি ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। বড় আকারের হলুদ ফুলটি দেখতে খুবই সুন্দর। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে। পানি জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মে।