Moon Cactus মুন ক্যাক্টাস
ইংরেজী নাম: মুন ক্যাকটাস। বাংলায়: রঙিন ক্যাকটাস। এই রঙিন ক্যাকটাস দিয়ে করা হচ্ছে ‘ডিস গার্ডেন’। ব্যবহৃত হচ্ছে গিফট আইটেম বা উপহারের সামগ্রী হিসেবে। অভিজাত বাড়িতে প্রতিনিয়ত কদর বাড়ছে মরুর দেশের নান্দনিক বাহারি ক্যাকটাস গাছের। ক্যাকটাস ভালোবাসেন না- এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। কারণ অল্প পরিশ্রম এবং স্বল্প পানিতে এ গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। প্রতিদিন পানি দেওয়ার ঝামেলাও নেই। এক চিলতে রোদ পেলেই এ গাছ ছেয়ে যেতে পারে শখের অন্দর।