এলামান্ডা বা অলকানন্দা Allamanda
এস্টার – Aster
কাঁঠালী চাপা ফুল গাছ – Artabotrys
চেরী গোলাপী Cherry Pink
জ্যারেনিয়াম ফুল গাছ – Geranium
পলাশ Butea
পলাশ মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষ। এটির বৈজ্ঞানিক নাম Butea monosperma। বৃক্ষটি Fabaceae পরিবারের সদস্য। তবে পলাশ গাছ তার ফুলের জন্যই সবচেয়ে বেশি পরিচিত।
n
nপলাশ গাছ সর্বোচ্চ ১৫ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শীতে গাছের পাতা ঝরে যায়। এর বাকল ধূসর। শাখা-প্রশাখা ও কাণ্ড আঁকাবাঁকা। নতুন পাতা রেশমের মতো সূক্ষ্ম। গাঢ় সবুজ পাতা ত্রিপত্রী, দেখতে অনেকটা মান্দার গাছের পাতার মতো হলেও আকারে বড়।
ফ্যান্টাসি পাতাবাহার Codiaeum Variegatum Fantasy
ফ্যান্টাসি পাতাবাহার Codiaeum Variegatum Fantasy
n
nআমাদের দেশে পাতা বাহারের ফুল খুব একটা দেখা যায় না। শুধু মাত্র বর্ণিল পাতার সৌন্দর্যের জন্যই একে বাগানে ঠাই দেয়া হয়।ছোট বেলায় বোতলে পানি ভরে তার মধ্যে পাতা বাহারের ডাল ভেঙ্গে রেখে দিতাম আমি। এক সময় সেই ডালের ভাঙ্গা অংশ থেকে শিকড় গজাতো।যদিও আস্তে আস্তে পাতা ঝরে মরে যেত, কিন্তু অনেক দিন থাকতো। তাপমাত্রা কমে গেলে, অথবা পর্যাপ্ত সূর্যের আলো না পেলে এই গাছের পাতা ঝরে যায়।