শ্বাসকষ্ট রোগের সফল এনালাইসিস, (পোলারিটি পদ্ধতিতে,) | HD Homeo Sadan নাম: পরিচয় প্রকাশের অনুমতি নেয়া হয়নি। বয়স: ২৬ বছর, আইডি নং- ৪০৪৭ দীর্ঘ ৮ বৎসর যাবত হাঁপানি বা এজমাতে আক্রান্ত, রোগী এযাবৎ বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আশানরুপ ফলাফল পাননি। অতঃপর রোগী HD হোমিও সদনে চিকিৎসার জন্য আসেন। আমরা এ রোগীকে ব্যতিক্রম একটি পদ্ধতিতে এনালাইসিস করে সফল হই। এক্ষেত্রে রোগীর মডালিটিস বা হ্রাসবৃদ্ধির লক্ষণ সমূহকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সময়ের বিশ্ববিখ্যাত ও অতি জনপ্রিয় পোলারিটি এনালাইসিস পদ্ধতিতে পর্যালোচনা করে ঔষধ নির্বাচন করে প্রয়োগ করা হয়। যার ফলে মাত্র ২ মাসে সার্বিক ভাবে রোগীর প্রায় ৮০% অগ্রগতি হয়েছে। 🔴 হোমিওপ্যাথি শেখার পাশাপাশি ইনকাম করুন | অনলাইন সেন্টার স্থাপন করুন ✅ প্রথম ভিডিও- কি শিখবো, কেন শিখবো ও কিভাবে শিখবো? https://youtu.be/OTmYXv-uiIA ✅ দ্বিতীয় ভিডিও- সফটওয়ার টিউটোরিয়ালঃ https://youtu.be/xlp_Tx2mn-Y ✅ তৃতীয় ভিডিও- কিভাবে ইনকাম করবোঃ https://youtu.be/y-7ilANVmb0 🏠 HD হোমিও সদন, ১২ আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা ১২০৩ ⏰ রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে রাত ৯ টা। 📞 ফোন- 01978789494, 01978789393 Whatsapp: https://wa.me/+8801978789494 Facebook: https://www.facebook.com/hdhomeo1 2nd Facebook: https://www.facebook.com/hdhomeostudies 3rd Facebook: https://www.facebook.com/hdhealth.org Website: https://www.hdhomeo.com/ 2nd Website: https://hdhealth.org/ Appointment: https://hdhealth.org/hospital/frontend/appointmentLink?id=1 #HD_Homeo_Sadan, #Homeopathy, #Asthma, #Respiration_Difficult,
About Lesson