প্রচলিত নাম : টাইগার ফার্ন
ইংরেজী নাম : Tiger Fern
বৈজ্ঞানিক নাম : Acrostichum aureum Linn.
পরিবার : Graminae
পরিচিতি : হুদো সুন্দরবন ও এশিয়ার অন্যান্য ম্যানগ্রোভ অঞ্চলে বড় আকৃতির ফার্ন। অপেক্ষাকৃত স্বাদু পানির প্রভাবযুক্ত নদী বা খালের তীরবর্তী অঞ্চলে এটি জন্মে। যে সকল স্থানে উপকূলীয় বনাঞ্চলের বৃদ্ধি কোন কারণে বাধাগ্রস্ত হয় সে সকল স্থানে হুদোর আধিক্য দেখা যায়। ঘন হয়ে জন্মানোর কারণে সুন্দরবনের বিখ্যাত মাংশাসী প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের লুকানো জায়গা হিসাবে ব্যবহৃত হয়, তাই হুদোকে ‘টাইগার ফার্ন’ বলা হয়। হুদোর পাতা লম্বা, পত্রফলক আয়তাকার এবং শীর্ষ ভোতা, অপরিণত পাতা যা লালচে রং-এর হয়ে থাকে।
বিস্তৃতি : সুন্দরবন ও উপকূলীয় অঞ্চল।
সাধারণ ব্যবহার : সুন্দরবনে আগাছা হিসেবে সমাধিক পরিচিতি।