চোখে কম দেখা ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
চোখে কম দেখা
চোখে কম দেখা মূলত চোখের রোগ। এটি চোখের দৃষ্টি ত্রুটি, ছানি কিংবা আভ্যন্তরিন সমস্যার কারণে হয়ে থাকে। হঠাৎ করে চোখে ঝাপসা দেখা, এক বস্তুতে একাধিক দেখা ব্রেইনের মারাত্বক সমস্যাকে (যেমন- স্ট্রোক) নির্দেশ করতে পারে। তাই হঠাৎ করে চোখে ঝাপসা দেখলে সতর্ক সতর্ক হতে হবে। তৎক্ষণাৎ রোগীর রক্তচাপ, পালস, শ্বাস প্রশ্বাস হার পরীক্ষা করতে হবে।
চোখে কম দেখা সমস্যার জন্য রোগীকে একজন চক্ষু বিশেষজ্ঞের নিকট প্রেরণ করতে হবে।