গ্যাস্ট্রোএন্টারোলজি বা পেটের রোগ সমূহ হোমিওপ্যাথি চিকিৎসায় সফলতার প্রমাণ ও আলোচনা দেখুন।
About Lesson

হাইপোকন্ড্রিয়া অঞ্চলে বড় আকারের সিস্টজাতীয় টিউমার | Cystic Tumors | Homeopathic Treatment সারোয়ার নামে একজন রোগীর লিভার কিডনি ও পেন-ক্রিসের মধ্যবর্তী স্থানে ৯.৪*৭.৯ সেন্টিমিটার বিশাল বড় আকারের শিষ্ট জাতীয় টিউমার ধড়া পড়ে, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অপারেশন করে টিউমার ফেলে-দেয়ার তিন মাস পড়ে পরীক্ষা করলে অনুরূপ টিউমার আবারো ধড়া পড়ে, অতঃপর রোগী “HD হোমিও সদন”( www.hdhomeo.com ) থেকে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হন। উল্লেখ্য যে, হোমিওপ্যাথিতে ১০০ জন রোগী ‘শিষ্ট জাতীয় যেকোনো টিউমারের’ জন্য চিকিৎসা নিলে প্রায় ৮৫ জন রোগী বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ হয়। Mobile- 01978789494, Skype- hdhomeo1 অবগতি পত্র: এ ভিডিওর মাধ্যমে হোমিওপ্যাথির সাফল্য অকাট্য ভাবে প্রমাণিত হয়েছে। কারণ ভিডিওতে দেয়া রোগীর তথ্য সমূহ বিশ্বাস যোগ্য পন্থায় সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য যে, আমরা রোগীকে শিখিয়ে দিয়ে কোন বক্তব্য রেকর্ড করিনা। প্রয়োজনে সত্যকে প্রতিষ্ঠা করার স্বার্থে, আমাদের অফিসে এসে বা রোগীর বাড়িতে গিয়ে সরেজমিন অনুসন্ধান করার জন্য অনুরোধ রইল।

Join the conversation
Shopping cart
Sign in

No account yet?

Sidebar