About Lesson
হোমিওপ্যাথি হচ্ছে একটি লাক্ষণিক চিকিৎসা ব্যবস্থা। এ প্যাথিতে রোগের চেয়ে রোগীর মূল্য বেশী, রোগে সাধারণ লক্ষণের চেয়ে অসাধারণ ও অদ্ভুত লক্ষণের গুরুত্ব বেশী। অতএব একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট রোগ সম্পর্কে গুটি কয়েক সাধারণ কথা বলেই ঔষধ জানতে চাওয়াটা একদম অনুচিত। অবশ্যই রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। কি কি তথ্য দিবেন আর না দিবেন-সে ব্যাপারেই আমাদের আজকের ভিডিও।
Join the conversation