এনাটমি ও ফিজিওলজি

ব্লাড গ্রুপ 

ব্লাড গ্রুপ

লোহিত কণিকার উপরিতলে অবস্থিত এন্টিজেন এর উপস্থিতির ওপর ভিত্তি করে রক্তকে যে শ্রেণী বিভাগ করা হয় তাকে ব্লাড গ্রুপ (blood group) বলে।

 

প্রধান প্রধান রক্তের গ্রুপ 

১. এবিও সিস্টেম – লোহিত কণিকার কোষ পর্দায় এগুটিনোজেন নামক পদার্থের উপস্থিতির ওপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়।

২. আর এইচ (রেসাস)- রক্তে রেসাস এন্টিজেন এর উপস্থিতির ওপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগ করা হয়।

এগ্লুটিনোজেন (agglutinogen)

লোহিত রক্ত কণিকার কোষ পর্দায় অবস্থিত বিশেষ ধরনের পলিস্যাকারাইড।

 

এগ্লুটিনিন (agglutinine}

বিশেষ ধরনের গামা গ্লোবিওলিন বেশিরভাগ ক্ষেত্রে আইজি এম ও আই জি জি যা সংশ্লিষ্ট এগ্রুটিনোজেনের অনুপস্থিতিতে রক্তে তৈরি হয়।

 

ইলকম্প্যাটিবিলিটি (incompatibility).

দেহের এমন একটি বিশৃঙ্খল অবস্থা যেখানে রক্ত দাতা ও গ্রহীতার রক্তের শত্রুভাবাপন্ন আচরনের কারনে পরিসঞ্চালিত রক্ত (কৃত্রিম বা অমরার মাধ্যমে) গ্রহীতার দেহে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

 

নবজাতকের দেহে মাতা ও নবজাতকের রক্তের গ্রুপের ইনকম্প্যাটিবিলিটির (বিশেষত রেসাস ও এবিও পদ্ধতি) প্রভাব দেখা যায়। এর ফলে গর্ভস্থ শিশু মারা যেতে পারে অথবা জন্মের পরপরই জন্ডিস এ আক্রান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *